Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

সেলিম প্রধান ৭ দিনের রিমান্ডে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬, ১৩ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

সেলিম প্রধান ৭ দিনের রিমান্ডে

ঢাকা : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার শুনানি শেষে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন।

গত ৩১ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সেলিম প্রধানকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। গত ২৭ অক্টোবর সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

৩০ সেপ্টেম্বর অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধান বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এমন তথ্য পেয়ে তাকে বিমানবন্দর থেকে আটক করে র‌্যাব। এর পরেই ১৭ ঘণ্টার বেশি সময় ধরে চলা অভিযানে তার গুলশান এবং বনানীর বাসা ও কার্যালয় থেকে ২৯ লাখের বেশি নগদ টাকা, চেক, ২৩ টি দেশের মুদ্রা ও ১৩ ব্যাংকের ৩২ টি চেক উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় ১ অক্টোবর রাতে ভিন্ন তিন আইনে সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে আইনশৃঙ্খলা বাহিনী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer