Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সেনাবিদ্রোহের পর বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট আটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫, ২৪ জানুয়ারি ২০২২

প্রিন্ট:

সেনাবিদ্রোহের পর বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট আটক

আফ্রিকার পশ্চিমাঞ্চলের দেশ বুরকিনা ফাসোতে সেনাবিদ্রোহের পর দেশটির প্রেসিডেন্ট রোচ মার্ক ক্যাবোরকে আটক করা হয়েছে। বিদ্রোহী সৈন্যরা তাঁকে একটি সেনা শিবিরে আটক করে রেখেছে বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।

এর আগে, রোববার দেশটির কয়েকটি সেনাশিবিরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে বলে খবর ছড়িয়ে পড়ে। যদিও তা অস্বীকার করে বুরকিনা ফাসোর সরকার।

রয়টার্স জানায়, সোমবার সকালের দিকে প্রেসিডেন্টের বাসভবনের কাছে প্রেসিডেন্টের বহরের বেশ কয়েকটি সাঁজোয়া যান দেখা গেছে। তার মধ্যে একটি গাড়িতে রক্তের দাগ ছিল। প্রেসিডেন্টের বাসভবনের আশপাশের বাসিন্দারা রাতভর ভারী অস্ত্রের গোলাগুলির শব্দ শুনেছে।

রাজধানী ওয়াগাদৌগৌতে প্রেসিডেন্ট রোচের বাসভবনের আশপাশে গতকাল রোববার রাতে গোলাগুলির পর প্রেসিডেন্টকে বিদ্রোহী সৈন্যরা আটক করেছে বলে দুটি নিরাপত্তা সূত্র এবং পশ্চিমা একজন কূটনীতিক বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer