Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

সেই ফাঁড়ির সামনেই আমরণ অনশনে রায়হানের মা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৬, ২৫ অক্টোবর ২০২০

প্রিন্ট:

সেই ফাঁড়ির সামনেই আমরণ অনশনে রায়হানের মা

ছবি- সংগৃহীত

সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজারের যে ফাঁড়িতে রায়হান আহমদকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, সেই ফাঁড়িতেই মাথায় কাফনের কাপড় বেঁধে আমরণ অনশন শুরু করেছেন রায়হানের মা সালমা বেগম।

রোববার সকাল ১১টা থেকে শুরু করা অনশনে রায়হানের মা’য়ের সঙ্গে রয়েছেন রায়হানের আত্মীয়স্বজনসহ আখালিয়া এলাকাবাসী। রায়হানের মা সালমা বেগম বলেন, এ ঘটনায় বরখাস্তকৃতরা কেন গ্রেপ্তার করা হচ্ছে না। নিহতের ১৩ দিন হলেও কেন ঘটনার মূল হোতা এসআই আকবরকে গ্রেপ্তার করছে না পুলিশ। আকবর গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে। 

গত ১১ অক্টোবর ভোরে রায়হান আহমদ (৩৩) নামে সিলেট নগরের আখালিয়ার এক যুবক নিহত হন। পুলিশের পক্ষ থেকে প্রথমে প্রচার করা হয়, ছিনতাইয়ের দায়ে নগরের কাষ্টঘর এলাকায় গণপিটুনিতে নিহত হন রায়হান। তবে বিকালে পরিবারের বক্তব্য পাওয়ার পর ঘটনা মোড় নিতে থাকে অন্যদিকে। পরিবার দাবি করে, সিলেট মহানগর পুলিশের বন্দর বাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে প্রাণ হারান রায়হান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer