Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

সুরসপ্তকের শ্রদ্ধাঞ্জলি সম্মাননা প্রদান শুক্রবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৩, ২৮ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

সুরসপ্তকের শ্রদ্ধাঞ্জলি সম্মাননা প্রদান শুক্রবার

আগামী ১৪ মার্চ ২০ বছর পূর্ণ করতে যাচ্ছে সঙ্গীত শিক্ষাপ্রতিষ্ঠান `সুরসপ্তক`। দিনটি স্মরণীয় করে রাখতে নানান আয়োজন করছেন সুরসপ্তকের প্রতিষ্ঠাতা, পরিচালক ও অধ্যক্ষ কণ্ঠশিল্পী ফেরদৌস আরা। এদিন বর্ণাঢ্য আয়োজনে বর্ষপূতি উদযাপন ছাড়াও গুণী ও তরুণ শিল্পীদের সন্মাননা প্রদান করতে যাচ্ছে সুরসপ্তক।

বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে প্রথিতযথা দুই কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান ও সৈয়দ আবদুল হাদীকে দেওয়া হবে শ্রদ্ধাঞ্জলি সম্মাননা। এর পাশাপাশি প্রয়াত বরেণ্য কণ্ঠশিল্পী সুধীন দাস, সোহরাব হোসেন, খালিদ হোসেন, ফিরোজা বেগম, নীলুফার ইয়াসমিন ও ফেরদৌস আরার চাচা সুরসপ্তকের উপদেষ্টা এবিএম আবদুর শাকুরের সম্মাননা তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।

এ ছাড়া সম্মাননা দেওয়া হবে বরেণ্য কণ্ঠশিল্পী শাহীন সামাদ, খায়রুল আনাম শাকিল ও নাশিদ কামালকে। তরুণ দুই শিল্পী দিলশাদ নাহার কনা, ইউসুফ আহমেদ খান এবং সুরসপ্তকের শিক্ষকদেরও সম্মাননা প্রদান করা হবে বলে ফেরদৌস আরা জানান। তিনি বলেন, `সুরসপ্তকের ২০ বছর পূর্তি শুধু নিজের নয়; সংগীতপ্রেমী অগণিত মানুষের ভালো লাগার বিষয়। বাবা বেঁচে থাকলে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার এই দিনে সবার চেয়ে খুশি হতেন। কারণ সুরসপ্তকের পথচলার প্রতিটি পদক্ষেপ ও সংগ্রামে তিনি ছিলেন অনুপ্রেরণাদায়ী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer