Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

সুন্দরবনকে বিপদসংকুল বিশ্ব ঐতিহ্য ঘোষণা ইউনেস্কোর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১২, ১৫ জুন ২০১৯

প্রিন্ট:

সুন্দরবনকে বিপদসংকুল বিশ্ব ঐতিহ্য ঘোষণা ইউনেস্কোর

ঢাকা : পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনকে বিপদসংকুল বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্র।গত সপ্তাহে সুন্দরবনকে বিপদসংকুল বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে জাতিসংঘের এই সংস্থাটি। সুন্দরবন রক্ষায় যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তাকে অপর্যাপ্ত মনে করে ইউনেস্কো।

একই সঙ্গে, ইউনেস্কো বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছে যাতে তাদের সুন্দরবন রক্ষায় একটি সংশোধনীমূলক পরিকল্পনা করতে ডাকা হয়।

১৯৯৯ সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছিল। এখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্রই সুন্দরবনকে বিপন্ন ঘোষণা করেছে।

সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ সরকার সুন্দরবন রক্ষায় যে সফলতা পেয়েছে তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer