Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

সুখী দেশের তালিকায় ১০ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ২১ মার্চ ২০১৯

প্রিন্ট:

সুখী দেশের তালিকায় ১০ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঢাকা : বিশ্বে সুখী দেশের তালিকায় এ বছর বাংলাদেশের অবস্থান ১৫৬ দেশের মধ্যে ১২৫তম। গত বছরের থেকে এবারো ১০ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। তালিকায় সবার ওপরে ফিনল্যান্ড ও নিচে দক্ষিণ সুদানের অবস্থান। বুধবার এ তালিকা প্রকাশ করা হয়।

‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক’ নামে একটি সংস্থার মাধ্যমে ২০১২ সাল থেকে ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’ প্রকাশ করে আসছে জাতিসংঘ। নাগরিকদের জীবন নিয়ে প্রত্যাশা, সামাজিক সুরক্ষা ও দুর্নীতির মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়।

তালিকায় বরাবরের মতো ভালো অবস্থানে রয়েছে ইউরোপের দেশগুলো। এর মধ্যে স্ক্যান্ডিনেভীয় দেশগুলো রয়েছে সবার ওপরে। আর নিচের দিকে রয়েছে আফ্রিকার দেশগুলো।

তালিকা অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে সুখী দেশ পাকিস্তান আর অসুখী দেশ আফগানিস্তান। তালিকায় দেশ দুটির অবস্থান যথাক্রমে ৬৭তম ও ১৫৪তম। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পরেই আছে ভুটান ৯৫তম, নেপাল ১০০তম, শ্রীলঙ্কা ১৩০তম ও ভারত ১৪০তম অবস্থানে রয়েছে। এ বছর তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান এক ধাপ পিছিয়ে ১৯তম।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer