Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সু চিকে দেয়া সম্মাননা ফিরিয়ে নিল সিটি অফ লন্ডনও

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫, ১২ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সু চিকে দেয়া সম্মাননা ফিরিয়ে নিল সিটি অফ লন্ডনও

ঢাকা : রাখাইনে রোহিঙ্গাদের ওপর মানবতা-বিরোধী অপরাধের দায়ে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চিকে দেয়া সম্মাননা ফিরিয়ে নিয়েছে সিটি অফ লন্ডন কর্তৃপক্ষ।

সিটি অফ লন্ডন কর্পোরেশনের এক বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা গণহত্যা ও যুদ্ধাপরাধে মিয়ানমার সেনাবাহিনী সরাসরি জড়িত থাকলেও কোন ব্যবস্থা নেননি মিয়ানমার নেত্রী। এ বিষয়ে নিন্দা জানিয়ে ২০১৭ সালে সু চিকে দেয়া `অনারারি ফ্রিডম অ্যাওয়ার্ড` প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

একইসঙ্গে, রাখাইনে রোহিঙ্গা নিধনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জড়িতদের বিচারের আওতায় আনতে মিয়ানমার কর্তৃপক্ষকে সংস্থার পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে বলেও জানানো হয়।

এর আগে, শান্তিতে নোবেল বিজয়ী এই নেত্রীকে দেয়া বিভিন্ন সম্মাননা প্রত্যাহার করে নেয় ফ্রান্স, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠন ও দেশ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer