Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সিলেটের ৭ পৌরসভার ৪টিতে আ’লীগ, ৩টিতে বিএনপি’র মেয়র প্রার্থী বিজয়ী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪১, ১৬ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

সিলেটের ৭ পৌরসভার ৪টিতে আ’লীগ, ৩টিতে বিএনপি’র মেয়র প্রার্থী বিজয়ী

১৬ জানুয়ারী ২য় দফা পৌরসভা নির্বাচনে সিলেটের ৭ পৌরসভার ৪টিতে আওয়ামীলীগ ও ৩টিতে বিএনপি মেয়র প্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যদিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজারের কমলগঞ্জে মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত মো. জুয়েল আহমদ (নৌকা) ৫ হাজার ২৫৭ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী বিদ্রোহী আওয়ামীলীগ প্রার্থী মো. হেলাল মিয়া ভোট পেয়েছেন ২ হাজার ৮০৬টি। মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মেয়র নিবূাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

নৌকা প্রতীকে ৪ হাজার ৮৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্ধী জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়া পেয়েছেন ৪ হাজার ৬৮৫ ভোট।

সুনামগঞ্জের ছাতক পৌরসভায় টানা চতুর্থ বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আবুল কালাম চৌধুরী। আওয়ামীলীগের মনোনয়নে তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৮২৩ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনিত প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি পেয়েছেন ৭হাজার ৯০৮ ভোট।

সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নাদের বখত। এনিয়ে টানা দ্বিতীয়বারের মতো মেয়র হলেন নাদের। ২৯ হাজার ৮৬৮ ভোটের মধ্যে নাদের বখত পেয়েছেন ২১ হাজার ৬৬৯ ভোট। তার প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী মোরশেদ আলম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৮৫ ভোট।

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আক্তার হোসেন মেয়র নির্বাচিত হয়েছেন। চামচ প্রতীকের এই প্রার্থী ৮ হাজার ৩৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী মো. মিজানুর রশিদ ভূঁইয়া পেয়েছেন ৮ হাজার ১৮ ভোট।
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান মানিক (ধানের শীষ প্রতীক) বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে হাবিবুর রহমান মানিক ৫ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী পংকজ কুমার সাহার চেয়ে ৮৪৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় প্রাথমিক ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ছাবির আহমদ চৌধুরীর প্রাপ্ত ভোট ৫ হাজার ৭৪৯। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর প্রাপ্ত ভোট ৫ হাজার ৪৮৫। ২৬৪ ভোটের ব্যবধানে এগিয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হন ছাবির আহমদ চৌধুরী।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer