Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

সিলেটে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত : রেল চলাচল বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৩, ১৫ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

সিলেটে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত : রেল চলাচল বন্ধ

ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও এলাকায় তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা ও চট্টগ্রামের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে মাইজগাঁও রেলস্টেশন থেকে ৪ কিলোমিটার দূরে মোমিন ছড়া চা বাগান এলাকায় এ লাইনচ্যুতির ঘটনা ঘটে।

খবর পেয়ে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মাইজগাঁও রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. মনির হোসেন।তিনি জানান, ট্রেনটি সিলেটের মোগলাবাজারে তেল খালাস করে ফিরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে।

ট্রেনটি উদ্ধার করতে কত সময় লাগতে পারে তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।এদিকে, সিলেটের স্টেশন ম্যানেজার খলিলুর রহমান জানান যে দুর্ঘটনার কারণে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস সিলেট স্টেশনে আটকা পড়েছে। ট্রেনটির সকাল ১০টায় ছেড়ে যাওয়ার কথা ছিল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer