Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

সিরিয়ায় প্রাণঘাতী হামলার ঘটনায় আটক ৪০

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫২, ২৩ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

সিরিয়ায় প্রাণঘাতী হামলার ঘটনায় আটক ৪০

ঢাকা : ইস্টার সানডের প্রার্থনার সময় শ্রীলংকায় একযোগে বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪০ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এ ছাড়া সেনাবাহিনীকে যুদ্ধকালীন ক্ষমতা দেয়া হয়েছে।

আটকদের মধ্যে আত্মঘাতী বোমা হামলা চালাতে ব্যবহারকারী একটি ভ্যানচালকও রয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এক সিরীয় নাগরিককেও এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

সন্দেহভাজনদের আটক করতে দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা দেয়া হয়েছে। শ্রীলংকায় ২৬ বছর ধরে চলা গৃহযুদ্ধের সময় সামরিক বাহিনীকে এ ক্ষমতা দেয়া হয়েছিল। ২০০৯ সালে গৃহযুদ্ধ শেষ হলে সেনাবাহিনীর কাছ থেকে এ ক্ষমতা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

এদিকে সিরিজ বোমা হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট জড়িত বলে আভাস পাওয়া গেছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আইএসের একটি বার্তা সংস্থায় সোমবার তিন আত্মঘাতী বোমা হামলাকারীর ছবি প্রকাশ করেছে।

ছবির পেছনে আইএসের পতাকা রয়েছে। ওই তিন সন্ত্রাসী হলেন- আবুল বাররা, আবুল মুখতার ও আবু উবাইদা। কাজেই আমাকের মতো আইএসের প্রচারমাধ্যমগুলো থেকে কিছু নতুন তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে গোয়েন্দা সংস্থাগুলো।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer