Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সিরিয়ার অর্ধেকেরও বেশি শিশু শিক্ষা থেকে বঞ্চিত : জাতিসংঘ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৫, ২৫ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

সিরিয়ার অর্ধেকেরও বেশি শিশু শিক্ষা থেকে বঞ্চিত : জাতিসংঘ

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার অর্ধেকেরও বেশি শিশু শিক্ষা থেকে বঞ্চিত। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ রোববার এ কথা জানিয়েছে।

এছাড়া, সিরিয়ার এক তৃতীয়াংশ স্কুল ধ্বংস হয়ে গেছে না হয় যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে।সংস্থাটি বলছে, আগের হিসেব থেকে এ সংখ্যা দ্রুতই বাড়ছে। এর আগের হিসেবে দেশটির এক তৃতীয়াংশ শিশু শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত ছিল।

ইউনিসেফ এক বিবৃতিতে বলছে, সিরিয়ায় প্রায় ১০ বছরের যুদ্ধের কারণে অর্ধেকেরও বেশি শিশু শিক্ষা থেকে অব্যাহতভাবে বঞ্চিত হচ্ছে। এ সংখ্যা ২৪ লাখেরও বেশি।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ইউনিসেফের প্রধান টেড চাইবান বলেছেন, করোনা মহামারির কারণে ২০২০ সালে এসে এ সংখ্যা দ্রুতই বেড়েছে।

সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হয়। সহিংস এ যুদ্ধে এ পর্যন্ত ৩ লাখ ৮৭ হাজারেরও বেশি লোক নিহত এবং যুদ্ধ পূর্ববর্তী ২ কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি বাস্তুুচ্যুত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, সিরিয়ার প্রতি তিনটি স্কুলের একটি আর ব্যবহৃত হচ্ছে না। হয় এসব ধ্বংস হয়েছে না হয় সামরিক কাজে ব্যবহৃত হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer