Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

সিরিয়া থেকে শত শত কুর্দির ইরাকে প্রবেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৬, ১৬ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

সিরিয়া থেকে শত শত কুর্দির ইরাকে প্রবেশ

ঢাকা : প্রায় পাঁচশ সিরীয় কুর্দি গত চারদিনে ইরাকের কুর্দিস্তানে প্রবেশ করেছে। তুরস্কের হামলার কারণে তারা সিরিয়া থেকে পালিয়ে ইরাকে ঢুকে পড়ছে। কর্মকর্তারা বুধবার একথা জানান।সীমান্ত প্রদেশ দুহুকের একজন কর্মকর্তা বলেন, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের ক্যাম্পে এসব শরণার্থীকে নেয়া হয়েছে।

এদিকে ইরাকের কুর্দিস্তানে ইতোমধ্যে ১০ লাখেরও বেশি ইরাকী আশ্রয় নিয়ে আছে। এরা ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে ইসলামিক স্টেটের সঙ্গে লড়াইকালে পালিয়ে এসেছিল।ওই অঞ্চলে কার্যক্রম চালানো বেসরকারি সংস্থাগুলো জানিয়েছে, গত ৯ অক্টোবর থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের হামলার পর থেকে তারা সতর্কাবস্থায় ছিল।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, গত শনিবার সন্ধ্যায় ১শ ৮২ জন সিরীয় কুর্দি ইরাকের কুর্দিস্তানে প্রবেশের লক্ষ্যে সীমান্ত অতিক্রম শুরু করে।
এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলে বুধবারও কুর্দি বাহিনীর বিরুদ্ধে তুরস্কের নতুন হামলার খবর পাওয়া গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer