Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সিরিজ জিততে বাংলাদেশের সামনে সহজ লক্ষ্য

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৫, ১৪ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সিরিজ জিততে বাংলাদেশের সামনে সহজ লক্ষ্য

ঢাকা : সিরিজ নির্ধারণী ম্যাচে উইন্ডিজকে বেশিদূর যেতে দিল না বাংলাদেশ। মিরাজ-মাশরাফিদের দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবীয়দের আটকে দিয়েছে ১৯৮ রানে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ওয়ানডে অভিষেকটা স্মরণীয় করে রাখতে বাংলাদেশকে করত হবে ১৯৯ রান।

ইনিংসের শুরুতেই ক্যারিবীয়রা দেখেছে মেহেদী মিরাজের ভেল্কী। উইন্ডিজের দলীয় ১৫ রানে ওপেনার চন্দ্রপল হেমরাজকে (৯) মোহাম্মদ মিঠুনের তালুবন্দ্বী করান ফেরান মিরাজ। ড্যারেন ব্রাভোকেও বেশিদূর যেতে দেননি। ১০ রানে তাকে বোল্ড করেন মিরাজ।

এরপর দলীয় ৯৬ রানে মারলন স্যামুয়েলসকে (১৯) বোল্ড করেন সাইফুদ্দিন। এরপর কোন রান করার আগই নিজের প্রিয় উইকেটটি তুলে নেন মিরাজ। শিমরন হিটমেয়ারকে এলবিডব্লউর ফাঁদে ফেলেন। এরপর অধিনায়ক রাভমন পাওয়েল (১), রস্টন চেজ (৮), ফ্যাবিয়ান অ্যালেন (৬) কাউকেই দাঁড়াতে দেননি সাকিব-মিরাজ।

এরপরই রুদ্রমূর্তি নিয়ে হাজির হন প্রথম ম্যাচের জয়ের নায়ক মাশরাফি। পরপর তুলে নেন কিমো পল (১২) এবং কিমার রোচকে (৩)। দেশের মাটিতে সম্ভাব্য শেষ ম্যাচে পলকে বোল্ড করার পর রোচকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টাইগার অধিনায়ক।

পুরো স্কোরবোর্ডে চোখ বুলালে শুধু একটা জায়াগাতেই নজর আটকে যাবে। আর সেটি হল সেই হোপ। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে দলকে জিতিয়ে সিরিয়ে সমতায় ফেরানো হোপের ব্যাটেই এদিনও আশা দেখেছে উইন্ডিজ। ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।

এরপর ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। এনিয়ে হোপের চার সেঞ্চুরির তিনটিই আসল বাংলাদেশের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর:

উইন্ডিজ: ১৯৮/৯ (৫০) হোপ ১০৮*, মোস্তাফিজ (১০-১-৩৩-০), মিরাজ (১০-১-২৯-৪), সাকিব (৯-০-৪০-২), মাশরাফি (৯-১-৩৪-২), সাইফুদ্দিন (৯-০-৩৮-১) মাহমুদুল্লাহ (৩-০-১৪-০)।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer