Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সিনোফার্মের টিকা কিনতে চুক্তি সম্পন্ন: স্বাস্থ্যমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫১, ১২ জুন ২০২১

আপডেট: ১৯:২৪, ১২ জুন ২০২১

প্রিন্ট:

সিনোফার্মের টিকা কিনতে চুক্তি সম্পন্ন: স্বাস্থ্যমন্ত্রী

সিনোফার্মের টিকা কিনতে চীনের সঙ্গে ক্রয় চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‌‘এর আগে ভ্যাকসিনের দাম প্রকাশ হওয়ায় আমাদের সমস্যা হয়েছে। এজন্য চুক্তি অনুযায়ী কঠোর গোপনীয়তা বজায় রাখতে হবে।’

বাংলাদেশ সরকার গত ২৯ এপ্রিল সিনোফার্মের ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। ভারত সেরাম ইনস্টিটিউটের উত্পাদিত অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন রপ্তানি স্থগিত করলে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।এরপর, গত ২৯ মে অর্থনৈতিক বিষয়ক কমিটির সভায় সিনোফার্মের কাছ থেকে ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত হয়।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer