Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

সিনাগোগে গুলিতে হত্যাকান্ডে শোক প্রধানমন্ত্রীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৭, ২৯ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সিনাগোগে গুলিতে হত্যাকান্ডে শোক প্রধানমন্ত্রীর

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ অক্টোবর পেনসিলভানিয়ার পিটার্সবার্গে একটি সিনাগোগে প্রার্থনার সময় গুলিবর্ষণে ১১ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের কাছে পাঠানো এক শোক বার্তায় বলেন, সিনাগোগে প্রার্থনার সময় গুলিতে ১১ জনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
শেখ হাসিনা বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে প্রার্থনার স্থলে সাধারণ মানুষের উপর এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, আমার সরকার সবধরনের সন্ত্রাসবাদ ও চরম উগ্রপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। এ ধরনের নিষ্ঠুর সন্ত্রাসী কর্মকান্ড কঠোর পদক্ষেপের মাধ্যমে মোকাবেলা করতে হবে, যাতে বিশ্বের অন্য কোথাও এর পুনরাবৃত্তি না ঘটে।

প্রধানমন্ত্রী বলেন, এই দুঃখজনক সময়ে বাংলাদেশের সরকার ও জনগণ আপনার ও যুক্তরাষ্ট্রের জনগণের পাশে রয়েছে। আমি আমাদের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার অভিন্ন মূল্যবোধ এবং ঘৃণা, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে একসঙ্গে কাজ করার বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

প্রধানমন্ত্রী একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সরকার ও জনগণ এবং বিশেষ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer