Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সিআইপিদের বিস্তারিত বিবরণ চেয়েছে সরকার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৫, ১১ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

সিআইপিদের বিস্তারিত বিবরণ চেয়েছে সরকার

ঢাকা : প্রবাসীদের মধ্য থেকে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিস্তারিত বিবরণ চেয়েছে বাংলাদেশ সরকার। গত মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কমার্শিয়ালি ইমপরটেন্ট পার্সন সিআইপি নির্বাচন নীতিমালা ২০১৮ অনুযায়ী, ২০২১ সালের জন্য যোগ্য ব্যাক্তিদের ৩ টি ক্যাটাগরীতে দরখাস্ত আহবান করা হয়েছে।

প্রথমত বাংলাদেশের শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারীদের মধ্য থেকে ৫ জন। দ্বিতীয়ত বৈধ উপায়ে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ৭৫ জন। এবং তৃতীয়ত বিদেশে বাংলাদেশী পণ্যের আমদানীকারক ১০ জন।

প্রথম ক্যাটাগরীর প্রার্থীদের জন্য শর্ত হচ্ছে, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের শিল্পক্ষেত্রে ন্যূনতম ৩ লক্ষ মার্কিন ডলার বিনিয়োগ থাকতে হবে। দ্বিতীয় ক্যাটাগরীর জন্য বৈধ উপায়ে ন্যূনতম ১ লক্ষ মার্কিন ডলার দেশে পাঠাতে হবে। এবং তৃতীয় ক্যাটাগরীর জন্য, বিদেশ থেকে ন্যূনতম ৩ লক্ষ মার্কিন ডলারের দেশীয় পণ্য আমদানী করতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer