Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

সিআইডি প্রধান হলেন মোহাম্মদ আলী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৩, ১৬ আগস্ট ২০২২

প্রিন্ট:

সিআইডি প্রধান হলেন মোহাম্মদ আলী

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান করা হয়েছে ট্যুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়াকে। ব্যারিস্টার মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হবেন তিনি।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

সিআইডি সূত্রে জানা গেছে, ২০২১ সালের জুলাইয়ে ব্যারিস্টার মাহবুবুর রহমানের অবসরে যাওয়ার কথা ছিল। এরপর গত বছরের ৩১ জুলাই অবসরের বয়সসীমা শেষ হওয়ায় তাকে এক বছরের জন্য পুনরায় নিয়োগ দেয় সরকার। এখন ব্যারিস্টার মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হবেন নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী মিয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা। তিনি ১৯৮৯ সালের অষ্টম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছিলেন।

মোহাম্মদ আলী মিয়া ডিআইজি হিসেবে পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, হবিগঞ্জ ও মানিকগঞ্জের জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer