Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

সাড়া ফেলেছে হাসান রাজীবের লেখা গান ‘বেসামাল’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১১, ১৯ জুলাই ২০১৯

প্রিন্ট:

সাড়া ফেলেছে হাসান রাজীবের লেখা গান ‘বেসামাল’

হাসান রাজীব। পেশায় সাংবাদিক। লেখালেখিতেও সিদ্ধহস্ত। তার লেখার বড় বৈশিষ্ট্য ঝরঝরে, সহজবোধ্য। অনায়াসে উঠে আসে যাপিত জীবনের আলেখ্য। নাড়া দিয়ে যায় হৃদয়কে।

ইতোমধ্যে তার লেখা একাধিক কবিতা, উপন্যাস পাঠক মহলে সমাদৃত হয়েছে। সেসব কবিতা-উপন্যাসের অসংখ্য হৃদয়গ্রাহী শব্দের কয়েকটিকে সুরে বেঁধেছেন হাসান রাজীব। তাতে কণ্ঠ দিয়ে আরও প্রাঞ্জল করেছেন সঙ্গীতশিল্পী এসএম সোহেল।

‘বেসামাল’ শিরোনামের গান দিয়ে গীতিকার হিসেবে আত্মপ্রকাশেই শ্রোতামহলে বেশ সাড়া জাগিয়েছেন হাসান রাজীব। রোমান্টিক ভালোবাসার গান ‘বেসামাল’। বৃহস্পতিবার এটি ইউটিউব চ্যানেল জার্নাল টাইম মিডিয়ায় (জেটিএম) লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশিত হয়।

গানটির সুর করেছেন শিল্পী এসএম সোহেল নিজেই। সঙ্গীত পরিচালক মোশাররফ হোসেন সেতু। আর মিক্স মাস্টারিং করেছেন ডালিম। গান প্রসঙ্গে গীতিকার হাসান রাজীব বলেন, ‘জীবন-মৃত্যুর মাঝামাঝি স্মরণীয় কিছু মুহূর্তই ভালোবাসা। সঙ্গীতই হলো তার প্রাণ। বেসামালে নিজের যাপিত জীবনের কিছু স্মরণীয় মুহূর্তকে তুলে আনার প্রচেষ্টা করেছি। এসএম সোহেলের দরদী কণ্ঠে তা দারুণ কিছুই হয়েছে। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে।’

বড় বেশি ভালোবাসি বলেছি কত, বিরহেরি অনলে পোড়ালে শত। কেন ভালোবাসার রঙ যে লাল, কেন বেদনারা বেসামাল— এভাবেই সুরের ছন্দে এগিয়ে গেছে গানটির শব্দমালা। বাকিটুকু শ্রোতারা জার্নাল টাইম মিডিয়ার (জেটিএম) চ্যানেল থেকেই শুনে মুগ্ধ হবেন আশা করি।

গান বিষয়ে কণ্ঠশিল্পী এসএম সোহেল বলেন, ‘প্রথম হলেও হাসান রাজীব ভাইয়ের লিরিক অসাধারণ লেগেছে। চমৎকার রোমান্টিক ধাঁচের শব্দগুলোকে দরদ দিয়ে গেয়েছি। আশা করছি, শ্রোতাদেরও হৃদয় ছুয়ে যাবে।’

ভিডিও লিঙ্ক  

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer