Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

সাহিত্যে নোবেল পেলেন তোকারচুক ও পিটার হান্দকে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩, ১০ অক্টোবর ২০১৯

আপডেট: ১৯:৫৭, ১০ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

সাহিত্যে নোবেল পেলেন তোকারচুক ও পিটার হান্দকে

পোলিশ লেখক ওলগা তোকারচুক ও অস্ট্রিয়ার পিটার হান্দকে যথাক্রমে ২০১৮ এবং ২০১৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন। বৃহস্পতিবার তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি। গত বছর যৌন কেলেংকারির অভিযোগ ওঠায় সাহিত্যে নোবেল দেয়া হয়নি।

তোকারচুক ১৫তম নারী হিসেবে সাহিত্যে নোবেল পদক পেলেন। চলতি সপ্তাহে নোবেলপ্রাপ্ত ১১ জনের মধ্যে বাকি ১০ জনই পুরুষ। শুক্রবার শান্তিতে এবং সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যু বার্ষিকীতে স্টকহোম এবং অসলোতে একটি জমকালো অনুষ্ঠানে তাদের পুরস্কার প্রদান করা হবে। প্রতিটি ক্ষেত্রের জন্য ৯০ লাখ ক্রোনার (৯ লাখ ১৮ হাজার ডলার), একটি গোল্ড মেডেল এবং সার্টিফিকেট দেয়া হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer