Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

সাহারা খাতুন আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪০, ১০ জুলাই ২০২০

প্রিন্ট:

সাহারা খাতুন আর নেই

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া... রাজিউন)। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১ টা ২৫ মিনিটে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন তাঁর সহকারী নাজিম উদ্দিন আবির। এর আগে গত ২ জুন (২০২০) বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়ায় বর্ষিয়ান এই রাজনীতিককে প্রথমে ঢাকার গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর অবস্থার অবনতি হলে তাকে থাইল্যান্ডের ব্যাংককে বামুনগ্রাড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

১৯৪৩ সালে ঢাকার কুর্মিটোলায় জন্ম নেওয়া সাহারা খাতুন বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা জোটের সদস্য। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। সাহারা খাতুন ছাত্র জীবনেই রাজনীতিতে যুক্ত হন। তিনি বাংলাদেশ সরকারের প্রথম মহিলা স্বরাষ্ট্র মন্ত্রী, এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer