Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

সার্ক সম্মেলনে যেতে পাকিস্তানের আমন্ত্রণে মোদির ‘অসম্মতি’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৬, ২৮ নভেম্বর ২০১৮

আপডেট: ২৩:২২, ২৮ নভেম্বর ২০১৮

প্রিন্ট:

সার্ক সম্মেলনে যেতে পাকিস্তানের আমন্ত্রণে মোদির ‘অসম্মতি’

ঢাকা: নভেম্বরে ইসলামাবাদে আয়োজিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দেয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সুষমা স্বরাজ।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি। আগেরদিন মোদিকে আমন্ত্রণ জানানো হবে বলে নিশ্চিত করেছিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়। সুষমা স্বরাজ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ মোদি সার্ক সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে যাবেন না।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে কর্তাপুর করিডর বিষয়ে পাকিস্তানকে অনুরোধ জানিয়ে আসছিলো ভারত। অনেক পরে এসে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে পাকিস্তান। এর মানে এই নয় যে, দ্বিপাক্ষিক আলোচনা শুরু হবে। সন্ত্রাস ও সংলাপ এক সঙ্গে চলতে পারে না।’

এর আগে ভারত যোগ না দেয়ায় ২০১৬ সালের ১৯তম সার্ক সম্মেলন বাতিল করা হয়। সেবার ভারতের উরি সেনা ক্যাম্পে হামলায় ১৯ জন নিহত হওয়ার ঘটনায় সম্মেলনে যোগ দেননি মোদি। পরে বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান ও শ্রীলংকাও যোগ দেবে না বলায় সম্মেলনটি বাতিল করে ইসলামাবাদ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer