Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সারাদেশে ৩৩ শতাংশ বাসের ফিটনেস নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ৭ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ১৫:১৪, ৭ ফেব্রুয়ারি ২০১৯

প্রিন্ট:

সারাদেশে ৩৩ শতাংশ বাসের ফিটনেস নেই

ঢাকা: সারাদেশের রাস্তায় চলাচল করা যাত্রীবাহী বাসের মধ্যে ৩৩ শতাংশ বাসের ফিটনেস সার্টিফিকেট নেই বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। অন্যদিকে, ৫৬ শতাংশ বাসের গতি নিয়ন্ত্রক সার্টিফিকেট নেই বলেও জানানো হয়েছে।

রিটকারী আইনজীবী মো. তানভীর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিনে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো.আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ প্রতিবেদন দাখিল করা হয়। ১৫০ পৃষ্ঠার উপরে এ প্রতিবেদন দাখিল করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer