Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

সাম্প্রতিক সহিংসতার পেছনে মূলত জামায়াত: ইকোনোমিক টাইমস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৭, ৩১ মার্চ ২০২১

প্রিন্ট:

সাম্প্রতিক সহিংসতার পেছনে মূলত জামায়াত: ইকোনোমিক টাইমস

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বাংলাদেশ সফরে সহিংসতা সৃষ্টির পেছনে মূলত জামাত-ই-ইসলামের মদদ আছে বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম ইকোনোমিক টাইমস।

এক প্রতিবেদনে জানানো হয়, জামাতের মদদেই বাংলাদেশের বিভিন্ন একালায় সহিংসতা পরিচালিত হয়েছে। এ বিষয়ে একমত পোষণ করেছেন ইসলামিক গণতান্ত্রের চেয়ারম্যান এমএ আউয়াল। তিনি জানান, হেফাজতের বিক্ষোভে স্বাধীনতাবিরোধী জামাত ও এর ছাত্র সংগঠন শিবিরের কর্মীরা প্রবেশ করে সহিংসতা সৃষ্টি এবং বিক্ষোভকারীদের উস্কে দিয়েছে।

ইকোনোমিক টাইমসকে তিনি আরও জানান, স্বাধীনতার ৫০ বছর অতিক্রম হলেও জামাত তাদের অবস্থান থেকে সরেনি। সরকারকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer