Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

সাভারে সড়কে গাছ ফেলে ডাকাতির অভিযোগ

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৭, ১৪ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সাভারে সড়কে গাছ ফেলে ডাকাতির অভিযোগ

ছবি : বহুমাত্রিক.কম

সাভার : সাভারে সড়কে গাছ ফেলে মাছ বোঝাই ট্রাক আটকে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। চালক ও মাছ ব্যবসায়ীদের দাবি ডাকাতরা টাকা পয়সা লুট করে নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছালে তারা পালিয়ে যায়।

মঙ্গলবার দিবাগত মধ্য রাতে সাভারের সিএন্ডবি-আশুলিয়া সড়কের অরুণা পল্লী এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে।

মাছ ব্যবসায়ী মো. তোফাজ্জল জানায়, রাজশাহীর বাঘমারা থেকে ট্রাকযোগে মাছ নিয়ে রাজধানীর মিরপুর যাচ্ছিলাম। পথে সাভারের সিএন্ডবি সড়কের অরুনা পল্লী এলাকায় পৌছালে সড়কের মধ্যে গাছ পড়ে থাকতে দেখে ট্রাক থামান তারা। এসময় একদল ডাকাত হানা দেয়। চালক ও ব্যবসায়ীদের মারধর করে ছিনিয়ে নেয় টাকা পয়সা। ডাকাতির এক পর্যায়ে সাভার থানা পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌছালে পালিয়ে যায় ডাকাতরা।

ডাকাতির বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, সাভারের সিএন্ডবি সড়কের অরুনা পল্লী এলাকায় সড়কের মধ্যে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করে এক দল ডাকাত। তবে পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌছালে ডাকাতরা পালিয়ে যায়। এবিষয়ে ট্রাকের মালিক বা মাছ ব্যবসায়ী কেউ কোন অভিযোগ করেনি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer