Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

সাভারে সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার খোলা রাখার নির্দেশ

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৩, ৩ এপ্রিল ২০২০

প্রিন্ট:

সাভারে সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার খোলা রাখার নির্দেশ

সাভার উপজেলার সকল ব্যক্তিমালিকানা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানা গেছে।
শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।

তিনি বলেন, সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উপজেলার সকল ব্যক্তি মালিকানা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যে সকল প্রতিষ্ঠান এই নির্দেশনা অমান্য করে খোলা রাখবে না তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবেন তিনি।

শুক্রবার থেকেই ভ্রাম্যমান আদালত পরিচালনা শুরু করা হবে। স্বাস্থ্য সেবায় নিয়োজিত সকল কর্মকর্তা ও কর্মচারীদের পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) গাইডলাইন অনুয়ায়ী নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

এছাড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি। জনসাধারণকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ অমান্যকারীদেরও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হবে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে যেন না বের হয় সে দিকে প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে বলেও জানান তিনি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer