Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সাভারে বাস উল্টে মা-মেয়ের মৃত্যু

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৩, ১৭ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সাভারে বাস উল্টে মা-মেয়ের মৃত্যু

ছবি : বহুমাত্রিক.কম

সাভার : ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে একটি যাত্রীবাহি বাস উল্টে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ১০ যাত্রী। পুলিশ ও ফায়ারসার্ভিস আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)’র সামনে এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহি বাস গাজীপুরের চন্দ্রা থেকে ঢাকা যাচ্ছিলো। বাসটি মহাসড়কের বিপিএটিসির সামনে পৌছলে বিট দেখে ব্রেক করায় মহাসড়কের উপর উল্টে যায়। এসময় ওই বাসের একজন মহিলা যাত্রী ও তার কোলে থাকা মেয়ে শিশু বাসের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ যাত্রী। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ট্রাফিক পুলিশের একটি রেকার ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করলে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer