Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের এপিএসের ৭ বছরের কারাদণ্ড

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫০, ২০ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের এপিএসের ৭ বছরের কারাদণ্ড

ঢাকা : ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাবেক এপিএস সত্যজিৎ মুখার্জিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।একইসঙ্গে তাকে ১ কোটি ৩৯ লাখ ৪৪ হাজার ১৭৬ টাকা জরিমানা করা হয়েছে।

গত ১৪ নভেম্বর সত্যজিৎ মুখার্জির বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলার রায়ে ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।

মঙ্গলবারদুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর রেজাউল করিম রেজা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, রায়ের সময় আসামি সত্যজিৎ মুখার্জি আদালতে অনুপস্থিত ছিলেন।

২০১৬ সালের ২৯ জুন ঢাকার রমনা থানায় মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক কেএম মিছবাহ উদ্দিন।দুদকের সেই মামলায় ১ কোটি ৩৯ লাখ টাকার অধিক অবৈধ সম্পদ অর্জনের দায়ে সাবেক এই ছাত্রলীগ নেতার কারাদণ্ড দিলেন আদালত।

রায় ঘোষণার সময় সত্যজিৎ মুখার্জি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রায়ে সত্যজিৎকে ৬০ দিনের মধ্যে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে।

অন্যথায় ফৌজদারি কার্যবিধির বিধান মতে জরিমানা আদায় করবেন জেলা কালেক্টর।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer