Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদের বিরুদ্ধে প্রতারণার মামলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৮, ১১ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদের বিরুদ্ধে প্রতারণার মামলা

ঢাকা : নামের আগে অধ্যাপক পদবি ব্যবহার করার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপক।

সোমবার ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. এস এম নাসিফ শামস। বিচারক ফৌজদারী কার্যবিধির ২০০ ধারা মোতাবেক বাদীর জবানবন্দি গ্রহণ করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে ১০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আরজি থেকে জানা যায়, সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ কোনো কলেজে কখনো অধ্যাপনা করেছেন বলে সমাজের মানুষ বা বাদীর জানা নেই। তবে খণ্ডকালীন প্রভাষক হিসেবে বিবাদী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অল্প সময়ের জন্য কর্মরত ছিলেন বলে জনশ্রুতি আছে। আসামি অধ্যাপক না হয়েও বিভিন্ন জায়গায়, বই-পুস্তকে এবং নির্বাচন কমিশন সচিবালয়ের হলফনামায় অধ্যাপক পদবি ব্যবহার করেন। যার দ্বারা সমাজের মানুষের কাছে প্রচার করে ভোট পাওয়ার পাঁয়তারাসহ সাধারণ জনগণকে বিভ্রান্ত করে চলছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer