Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সাধারণ মানুষদের জন্যও পেনশন চালুর প্রতিশ্রুতি সরকারের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৪, ১৪ জুন ২০১৯

প্রিন্ট:

সাধারণ মানুষদের জন্যও পেনশন চালুর প্রতিশ্রুতি সরকারের

ঢাকা : উন্নত বিশ্বের মতো সরকারি চাকরিজীবীদের পাশাপাশি দেশের সাধারণ মানুষদের জন্যও পেনশন চালুর আবারও প্রতিশ্রুতি দিল সরকার।

এ লক্ষ্যে শিগগিরই গঠন করা হবে ‘ইউনিভার্সাল পেনশন অথরিটি’। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ পরিকল্পনার কথা জানান।

চলতি অর্থবছরের বাজেটেও একই প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কিন্তু সেটি এখনও বাস্তবায়ন সম্ভব হয়নি।

অর্থ মন্ত্রণালয় সূত্র বলেছে, এটি প্রণয়ন করতে আরও ৩-৪ বছর সময় লাগবে। বাজেট বক্তৃতায় বলা হয়, সরকারি পেনশনাররা দেশের পুরো জনগণের একটি ভগ্নাংশ মাত্র। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতসহ দেশের সব জনগণের জন্য একটি সর্বজনীন পেনশন ব্যবস্থা পর্যায়ক্রমে চালুর লক্ষ্যে একটি ‘ইউনিভার্সাল পেনশন অথরিটি’ শিগগিরই গঠন করা হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer