Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

সাকিব-লিটন-মাশরাফিকে প্রধানমন্ত্রীর ফোন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ১৮ জুন ২০১৯

আপডেট: ০১:২৯, ১৯ জুন ২০১৯

প্রিন্ট:

সাকিব-লিটন-মাশরাফিকে প্রধানমন্ত্রীর ফোন

ঢাকা : বাংলাদেশের অবিস্মরণীয় জয়ের পরপরই অধিনায়ক মাশরাফি আর জয়ের নায়ক সাকিব এবং লিটন দাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, ক্রিকেটারদের অভিনন্দন জানানোর পাশাপাশি আগামীতে ভালো খেলার জন্য শুভ কামনাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টনটনের সমারসেট ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করে বাংলাদেশকে ৩২২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে সাকিব আল হাসানের বীরোচিত অপরাজিত ১২৪ রান এবং লিটন দাসের অপরাজিত ৯৪ রানের ওপর ভর করে ৫১ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় ব্যবধানে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

এমন অসাধারণ জয়ের পরই বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি অভিনন্দনের জোয়ার বইতে শুরু করেছে। তবে বাংলাদেশ দলের ক্রিকেটারদের কাছে অবশ্যই তাৎপর্যপূর্ণ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন এবং শুভ কামনা জানানো।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer