Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

সাকিব-মোস্তাফিজদের ১৪ দিনের কোয়ারেন্টাইন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৬, ৪ মে ২০২১

প্রিন্ট:

সাকিব-মোস্তাফিজদের ১৪ দিনের কোয়ারেন্টাইন

ভারত থেকে দেশে ফিরলে সাকিব-মোস্তাফিজকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে এই দুই ক্রিকেটারকে দ্রুত দেশে ফেরাতে উদ্যেগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বিশেষ ছাড়পত্র নিয়ে দুই ক্রিকেটারদের নিজেদের ব্যবস্থায় দেশে ফেরানোর পরিকল্পনা বিসিবির।

ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এমন পরিস্থিতিতে আইপিএল অংশ নেয়া দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে দ্রুতই দেশে ফেরানোর পরিকল্পনা করছে বিসিবি।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মঙ্গলবার ( ৪ মে) আইপিএল বন্ধ করে আয়োজকরা। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিতে সাকিব ও মোস্তাফিজের ১৮ মে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু আইপিএল বন্ধ থাকায় তাদের আগেভাগেই ফেরাবে বিসিবি।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘খবরটা মাত্রই দেখলাম আইপিএল বন্ধ। এখনও সাকিব ও মোস্তাফিজের সঙ্গে যোগাযোগ হয়নি। যেহেতু আইপিএল বন্ধ ওখানে থাকার কোনো মানে নেই। সামনে শ্রীলঙ্কা সিরিজও আছে। আমরা সেরা উপায় বের করে ওদের বিশেষ ব্যবস্থায় দেশে ফেরাবো।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer