Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সাকিব অধিনায়ক হবে ভাবতে পারেননি হোয়াটমোর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫১, ২৭ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

সাকিব অধিনায়ক হবে ভাবতে পারেননি হোয়াটমোর

ঢাকা: ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ বলছেন টাইগারদের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। ভারতের জন্য আসন্ন টি-২০ সিরিজটি চ্যালেঞ্জের হবে বলে মনে করেন তিনি। এছাড়াও দক্ষিণ আফ্রিকার চেয়ে বাংলাদেশ ভালো দল বলে মন্তব্য করেছেন হোয়াটমোর। তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত টি-২০ সিরিজটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেক ভালো দল বাংলাদেশ।’

সম্প্রতি দেশের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নাকানিচুবানি দিয়েছে ভারত। ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় টিম ইন্ডিয়া। সিরিজের কোন ম্যাচেই ছিটেফোটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি প্রোটিয়ারা। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সের স্বাদ নিয়ে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। প্রথমে তিন ম্যাচের টি-২০, পরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।

আসন্ন সফরের টি-২০ সিরিজটি অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন বাংলাদেশের সাবেক কোচ হোয়াটমোর। ছোট ফরম্যাটে ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিবে এমনই ধারণা হোয়াটমোরের। তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশের খেলোয়াড়েরা অনেক টি-২০ লিগ খেলছে। এটা তাদের জন্য সহায়ক হবে। এছাড়া সব সময়ই ভয়ংকর দল তারা। নিজেদের দিনে তারা সব হিসাব-নিকাশ পাল্টে দিতে পারে।’

টানা ক্রিকেট খেলার মধ্যে থাকায় বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে বিশ্রামে থাকছেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তবে বাংলাদেশের জন্যও দুঃসংবাদ রয়েছে। দলের সেরা ওপেনার তামিম ইকবাল ব্যক্তিগত কারনে ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আর ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

তবে কোহলি না থাকলেও ভারত অনেক শক্তিশালী দল বলে মনে করেন হোয়াটমোর, ‘কোহলি তিন সংস্করণে বিশ্বের সেরা ব্যাটসম্যান, এতে কোন সন্দেহ নেই। তার উপস্থিতি যেকোনো দলের সাহস বাড়িয়ে দেয়। কিন্তু কোহলি ছাড়াও ভারত অনেক শক্তিশালী দল। কোহলির পরিবর্তে ভারতের নেতৃত্বে রোহিত শর্মা। সে দুর্দান্ত ফর্মে রয়েছে। ঘরের মাঠে ভারত যেকোনো দলের জন্য কঠিন প্রতিপক্ষ। বাংলাদেশের জন্য কঠিন সিরিজ, এতে কোন সন্দেহ নেই।’

প্রতিপক্ষের অধিনায়কের পাশাপাশি বাংলাদেশের দলনেতা সাকিব আল হাসানকে নিয়ে মন্তব্য করেছেন হোয়াটমোর। তিনি বলেন, ‘সাকিবের ক্যারিয়ার যেভাবে এগিয়েছে তাতে আমি খুশি। তবে, ভাবতেও পারিনি সাকিব কখনো দলকে নেতৃত্ব দিবে। অবশ্যই এটি তার কৃতিত্ব। সে এখন পরিপূর্ণ এক অলরাউন্ডার। বিশ্বকাপে খুব ভালো ফর্মে ছিল। আমি নিশ্চিত, ভারতের মতো দলের বিপক্ষে সেরাটা দিতে চেষ্টা করবে সাকিব।’

ভারতের বিপক্ষে টি-২০ সিরিজে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ভালো পারফরমেন্স করবেন বলে মনে করেন হোয়াটমোর। তিনি বলেন, ‘মুস্তাফিজ দুর্দান্ত এক বোলার। দ্রুত বল করতে তাকে ভারতের উইকেট সহায়তা করবে। বাংলাদেশের সাফল্যে বড় অবদান রাখবে সে। ভারতের কিছু ব্যাটসম্যান বাঁ-হাতি পেসারকে খেলতে সমস্যায় পড়ে। মুস্তাফিজ যদি লেন্থ ঠিক রাখতে পারে এবং ধারাবাহিক থাকে, তবে সে উইকেট পাবেই।’

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer