Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

সাইবার অপরাধের শিকার আইসিসি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২৫, ২০ জানুয়ারি ২০২৩

প্রিন্ট:

সাইবার অপরাধের শিকার আইসিসি

সাইবার অপরাধের শিকার হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি প্রতারক চক্র গত বছর সংস্থাটির প্রায় আড়াই মিলিয়ন ডলারের চুরি করে নিয়েছে বলে দাবি করেছে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, অনলাইন এই প্রতারণা করেছে বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)। যা ই-মেইল অ্যাকাউন্ট কম্প্রোমাইজ নামেও পরিচিত। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বিষয়টিকে ‘সবচেয়ে বড় অনলাইন আর্থিক প্রতারণা’ বলে উল্লেখ করেছে।

আইসিসি এই সাইবার ক্রাইম বা আর্থিক কেলেঙ্কারির বিষয়ে কিছুই অবহিত করেনি। বিষয়টি নিয়ে তারা গোপনীয়তা বজায় রাখতে চায় বলে মনে করা হচ্ছে। তবে এই আর্থিক জালিয়াতির পেছনে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা জড়িত বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে উচ্চপর্যায়ের তদন্তও চলছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer