Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সাংবাদিক হত্যায় আলোচিত রাম রহিমের যাবজ্জীবন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৯, ১৮ জানুয়ারি ২০১৯

আপডেট: ০৯:৫৪, ১৮ জানুয়ারি ২০১৯

প্রিন্ট:

সাংবাদিক হত্যায় আলোচিত রাম রহিমের যাবজ্জীবন

ভারতের স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম সিং (গুরমিত রাম রহিম) ও তার আরও তিন সহযোগীর বিরুদ্ধে এবার সাংবাদিক হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ভারতের হরিয়ানার বিশেষ আদালতে বিচারক জগদ্বীপ সিং এই দণ্ডাদেশ ঘোষণা করেন।

স্বঘোষিত ‘বাবা’ রাম রহিম সিং এখন ধর্ষণ মামলায় ২০ বছর কারাদণ্ড ভোগ করছে। অপর তিন অভিযুক্ত রাম রহিমের ঘনিষ্ঠ সহযোগী- কুলদীপ সিং, নির্মল সিং এবং কৃষাণ লাল।

নিহত সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতিকে ২০০২ সালের অক্টোবর মাসে তার বাসভবনের সামনে গুলি করে হত্যা করা হয়। তিনি ‘পুরা সাচ’ নামক সংবাদপত্রে কাজ করতেন। সংবাদপত্রটি রাম রহিমের ডেরায় কীভাবে নারীদের যৌনতায় ব্যবহার করা হয় সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছিল। ২০০৩ সালে তার হত্যাকাণ্ডের বিষয়ে মামলা দায়ের হয়।

 

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer