Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সরকারি স্কুলে ভর্তি : ইসিকে চিঠি দেবে শিক্ষা মন্ত্রণালয়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৪, ১৩ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সরকারি স্কুলে ভর্তি : ইসিকে চিঠি দেবে শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নেওয়ায় সরকারি স্কুলের ভর্তি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই নেওয়ার অনুমতি চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেবে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষার আয়োজন করা যাবে না- ইসির এমন নিষেধাজ্ঞা থাকলেও ডিসেম্বরের মধ্যেই এ পরীক্ষা সম্পন্ন করার অনুমতি চেয়ে মঙ্গলবার ইসিকে চিঠি দেবে শিক্ষা মন্ত্রণালয়।

এ ব্যাপারে মাউশি পরিচালক অধ্যাপক আবদুল মান্নান গণমাধ্যমকে বলেন, ‘ইসির নির্দেশনামতো বার্ষিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। ১০ ডিসেম্বরের মধ্যেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা শেষ করা হবে। তবে, যেহেতু পুনঃতফসিলে ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের কথা বলা হয়েছে। এর ফলে আমরা চেষ্টা করব ডিসেম্বরের ভেতরেই ভর্তি পরীক্ষা নেওয়া যায় কি না। এভাবেই ইসিকে চিঠি দেওয়া হবে।‘

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer