Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সরকারি মেডিকেলে এমবিবিএস ভর্তিতে ২৮২ আসন বাড়ছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ২০ নভেম্বর ২০২০

প্রিন্ট:

সরকারি মেডিকেলে এমবিবিএস ভর্তিতে ২৮২ আসন বাড়ছে

দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তিতে ২৮২ আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-০১ অধিশাখার উপসচিব বদরুন নাহার স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়।

দেশে বর্তমানে ১৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। নতুনভাবে স্থাপিত ‘বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল সুনামগঞ্জ’ নিয়ে এখন সারাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ১৮টি।

১৭ মেডিকেল কলেজে আসনসংখ্যা ছিলো ২ হাজার ৯৩০টি। নতুন এ সিদ্ধান্তের পর ওই আসন বেড়ে হলো ৩ হাজার ২১২টি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer