Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

সরকারি মাধ‌্যমিক বিদ‌্যালয়ে ভর্তি শুরু রোববার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬, ১৪ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

সরকারি মাধ‌্যমিক বিদ‌্যালয়ে ভর্তি শুরু রোববার

সরকারি মাধ‌্যমিক বিদ্যালয়গুলোতে ২০২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি শুরু হবে রোববার । এ বিষয়ে সারা দেশের শিক্ষা অফিসে জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে।

ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে বৃহস্পতিবার এ নির্দেশনা দিয়েছে মাধ‌্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়েছে, ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের মূল জন্মনিবন্ধন সনদ, প্রযোজ‌্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ, বিশেষ চাহিদাসম্পন্ন কোটার সনদ, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানদের জন্য সংরক্ষিত কোটার সনদসহ অন্য কাগজপত্র যাচাই করে ভর্তি কার্যক্রম ২০ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করতে হবে।

এর আগে ৩৯০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer