Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

সরকারি কার্যক্রম বন্ধের বড় ঘোষণা দিতে যাচ্ছেন ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৩, ১৯ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সরকারি কার্যক্রম বন্ধের বড় ঘোষণা দিতে যাচ্ছেন ট্রাম্প

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশকিছু দিন ধরে দেশটির সরকারি কার্যক্রম বন্ধ এবং দক্ষিণাঞ্চলীয় সীমান্ত পরিস্থিতি নিয়ে শনিবার বড়ো ধরণের ঘোষণা দেবেন। খবর এএফপি’র।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে আংশিকভাবে বন্ধ থাকা সরকারি কার্যক্রম শনিবার পঞ্চম সপ্তাহে প্রবেশ করেছে। ট্রাম্প তার পরিকল্পিত সীমান্ত দেয়াল নির্মাণের জন্য কোন অর্থ বরাদ্দ না দেয়ায় বাজেট বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানোয় এ অচলাবস্থা শুরু হয়।

বিস্তারিত উল্লেখ না করে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি কাল বিকেল ৩টায় হোয়াইট হাউস থেকে সরাসরি আমাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে উদ্বেগজনক মানবিক সংকট ও সরকারি কার্যক্রম স্থবির হয়ে পড়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ঘোষণা দেব।’

এদিকে ট্রাম্প কংগ্রেসকে এড়িয়ে সীমান্ত দেয়াল নির্মাণের অর্থ পেতে দক্ষিণাঞ্চলীয় সীমান্তে জরুরি অবস্থা জারি করার কথা ভাবছেন। সরকারি কার্যক্রমে অচলাবস্থার কারণে আট লাখ ফেডারেল কর্মীকে বিনা বেতনে কাজ করতে হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer