Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

সরকার পতনের আন্দোলনে উত্তাল লেবানন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৯, ১৯ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

সরকার পতনের আন্দোলনে উত্তাল লেবানন

ঢাকা :সরকার পতনের দাবিতে উত্তপ্ত লেবাননের রাজধানী বৈরুত। শুক্রবার দিনভর আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। লেবাননের চরম অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রশাসনকে ব্যর্থ ঘোষণা করে এ বিক্ষোভে আন্দোলনকারীরা সরকারের শীর্ষ পদস্থ কয়েক কর্মকর্তার পদত্যাগের দাবি জানান।

শুক্রবারের বিক্ষোভে আন্দোলনকারীরা রাজধানীর প্রধান সরকারি কার্যালয়গুলো ঘিরে রাখলে তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করলে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এসময় আন্দোলনকারীরাও আক্রমণাত্মক আচরণ করেন। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন।

এদিকে ৭২ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিকে কার্যকরী পদক্ষেপ নিতে প্রশাসনের উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি। এর আগে লেবানন সরকার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেস টাইমের মতো অ্যাপগুলোতে ভয়েস কলের ওপর রাজস্ব যোগ করার পরিকল্পনা জানানোর পর শুরু হয় আন্দোলন। পরে তীব্র বিক্ষোভের মুখে সে সিদ্ধান্ত বাতিল করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer