Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

সরকার কোন দুর্নীতি করে নি বলেই দেশটা এগিয়ে যাচ্ছে : ইয়াফেস ওসমান

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সরকার কোন দুর্নীতি করে নি বলেই দেশটা এগিয়ে যাচ্ছে : ইয়াফেস ওসমান

ছবি : বহুমাত্রিক.কম

সাভার : আওয়ামী লীগ সরকার কোন দুর্নীতি করে নাই বলেই দেশটা এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।মঙ্গলবার সকালে সাভারের গণকবাড়িস্থ পরমানু শক্তি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন বলেই দেশে বড় বড় সিন্ধান্ত নিতে পারছেন। সততার শক্তি, বড় শক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ে ১০ বছর ধরে মন্ত্রী রয়েছেন তিনি। তার মন্ত্রণালয় দুর্ণীতি মুক্ত। এ মন্ত্রনালয়ে কেউ দুর্ণীতি করতে পারেনি এবং পারবেও না। কেউ দুর্ণীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থপতি ইয়াফেস ওসমান পরমানু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে বলেন, আমি এখানে এসেছিলাম গম্ভীর মন নিয়ে, কিন্তু এখানে এসে আমার মন ভালো হয়েছে। কারণ আমি যে অভিযোগ শুনেছিলাম পরমানু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে তার পুরোটাই উল্টো দেখছি।

তিনি বলেন, আমাদের দেশে অনেক প্রতিভাবান মানুষ রয়েছে, তাদের একটু সুযোগ করে দিলেই দেশের মানুষের জন্য ভালো কিছু উপহার দিতে পারবে। বিজ্ঞানীদের মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

মন্ত্রীর সাথে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হক, পরমানু শক্তি কমিশনের সদস্য (জীব বিজ্ঞান) অধ্যাপক ডা. সানোয়ার হোসেন, পরমানু শক্তি গবেষণা প্রতিষ্ঠান সাভার এর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. নুরুল ইসলাম, আইএনএসটি এর পরিচালক ড. নির্মল চন্দ দফাদার প্রমুখ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer