Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীদের সমাবেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪১, ১৮ সেপ্টেম্বর ২০২১

প্রিন্ট:

সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীদের সমাবেশ

ছবি: সংগৃহীত

শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে করোনাকালীন সময়ে সাংস্কৃতিক সংগঠনসমূহকে বিশেষ অনুদান প্রদান, সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক সংগঠনসমূহকে সম্মানজনক বাৎসরিক অনুদান প্রদান এবং সারাদেশের শিল্পকলা একাডেমিসহ সংস্কৃতি মন্ত্রণালয়ের সকল মিলনায়তনের ভাড়া আগামী ৩০ জুন ২০২২ পর্যন্ত মওকুফ এর দাবিতে সংস্কৃতিকর্মীদের সমাবেশ করে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ব আই টি আই সভার সাম্মানিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার, নাট্যজন মামুনুর রশিদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও আই টি আই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী, নাট্যজন কেরামত মাওলা, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি নৃত্যশিল্পী মিনু হক, সংস্কৃতিজন মাহফুজ আনাম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, চারুশিল্পী সংসদের সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম ও বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সঙ্গীতশিল্পী বিশ্বজিৎ রায়। সংস্কৃতিকর্মী সমাবেশের সঞ্চালনা করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক আজহারুল হক আজাদ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer