Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সব নৌরুটে যান চলাচলে নিষেধাজ্ঞা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩, ১০ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

সব নৌরুটে যান চলাচলে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

ঢাকা : দেশের অভ্যন্তরীণ নৌরুটে সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রবিবার দুপুরে ঘূর্ণিঝড় বুলবুলের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে এই নিষেধাজ্ঞা জারি করে বিআইডব্লিউটিএ।

এ দিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার দুপুরে ঢাকা ও কুমিল্লার ওপর দিয়ে ভারতের উত্তর-পূর্বে ত্রিপুরা ও আসামের দিকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার গতিতে অতিক্রম করবে ঘূর্ণিঝড় বুলবুল।

আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান বলেন, ঘূর্ণিঝড়টি বর্তমানে খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট অঞ্চলে অবস্থান করছে। এটি তার অবস্থান থেকে ক্রমান্বয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে মাদারীপুর, ফরিদপুর, ঢাকা ও কুমিল্লাঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করে ভারতের আসাম অঞ্চলের দিকে যেতে যেতে দুর্বল হয়ে যাবে। আর এজন্য দুপুর থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ সময় ঢাকাসহ ঘূর্ণিঝড়টির গতিপথ অঞ্চলে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer