Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন গৌতম গম্ভীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৯, ৫ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন গৌতম গম্ভীর

 

ভারতের জাতীয় দলের সাবেক খেলোয়াড় গৌতম গম্ভীর (৩৭) সব সংস্করণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফেসবুকে এক ভিডিও বার্তায় মঙ্গলবার ২০ বছরের ক্রিকেট জীবনের ইতি টানার ঘোষণা দেন এ ওপেনার। এমন খবর জানিয়েছে প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ফেসবুক স্ট্যাটাসে গম্ভীর বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেয়ার। দীর্ঘ ১৫ বছর আমার দেশকে প্রতিনিধিত্ব করার পর এই সুন্দর খেলা থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘ এই ক্যারিয়ারে অনেক সংগ্রাম ও সাফল্য রয়েছে।

ভারতের হয়ে ৫৮টি টেস্ট ম্যাচেও প্রতিনিধিত্ব করেছেন গৌতম। অফ ফর্মের কারণে ২০১২ সালের পর থেকেই আর ভারতীয় দলে নিয়মিত সুযোগ পাননি এ বাঁ-হাতি। কয়েক দফায় ডাক পেয়েও তেমন পারফর্ম করতে পারেননি।

ভারতের হয়ে খেলেছেন ৫৮টি টেস্ট, ১৪৭টি ওয়ানডে এবং ৩৭টি টি-টোয়েন্টি। তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজারের বেশি আন্তর্জাতিক ক্রিকেট রান রয়েছে এই বাঁ-হাতি ওপেনারের। টেস্টে ৪১৫৪, ওয়ানডেতে ৫২৩৮ এবং টি-টোয়েন্টি ক্রিকেটে করেছেন ৯৩২ রান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer