Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

সন্ধ্যায় বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়বেন মার্কিন নাগরিকরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২, ৫ এপ্রিল ২০২০

প্রিন্ট:

সন্ধ্যায় বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়বেন মার্কিন নাগরিকরা

রোববার সন্ধ্যা ৬টায় দ্বিতীয় চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়বেন মার্কিন নাগরিকরা। কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াশিংটনের ডালাস এয়ারপোর্টে যাবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফ্লাইটের আনুষ্ঠানিকতার জন্য দুপুর ১২টার আগ থেকেই বিমানবন্দরে আসা শুরু করেছেন মার্কিন নাগরিকরা। আনুষ্ঠানিকতা শেষে হলে সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি ছেড়ে যাবে। এর আগে ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ জন মার্কিন নাগরিক, কূটনীতিক ও পর্যটক।

মার্কিন নাগরিকদের জন্য দূতাবাস থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, বিমানটি দোহা হয়ে ওয়াশিংটনের ডালাস এয়ারপোর্টে যাবে। মার্কিন দূতাবাস তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের সঙ্গে মিলে ওই চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছে। ফেরত যাওয়া যাত্রীদের খরচ বহন করতে হবে। এর আগে ২ এপ্রিল ৩২৭ জন জাপানের নাগরিক, ২৫ মার্চ মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক, ২৬ মার্চ ১৩৯ জন ভুটানের নাগরিক বাংলাদেশ ত্যাগ করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer