Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

সত্য

ফারাহ খান

প্রকাশিত: ১০:৫৪, ১৩ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

সত্য

“সত্য বলো সব কথা” ছোট বেলা শেখা
সত্য শেখাতে শিশুদের বাবা-মার আপ্রাণ প্রচেষ্টা
“সদা সত্য বলিবো মোরা” এই বাক্যটি
স্কুলের পাঠ্য বইতে পরেছে প্রত্যেক শিশুটি।
মা শেখায় সত্য বোলো তুমি সর্বদা
বাবা বলে সত্যের উপর আর কিছু না।
বড় হতে সত্য লাগে জ্ঞান বুদ্ধির সাথে
মহত্ব কি আর সত্য ছাড়া কারো কাছে আসে?
ভালো মানুষ আলোকিত মানুষ সত্যের পথে চলে
সত্য বলতে সত্য শুনতে সে পছন্দ করে।

সময়ের সাথে শিশু থেকে বড় হতে গিয়ে
ছোট্ট বেলার শিক্ষাগুলো সব পাল্টাতে থাকে!
বড় বেলায় হোঁচট খায় সত্য কথা বলে
পরিবার পরিজন রাগ হয় তার কথা শুনে।
বাবা বলে বেয়াদব, মা বলে ছি ছি তোকে কি আমি পেটে ধরেছি?
চাচা বলে মার খাবি, মামা দেয় দাবরানি
বোন দেয় কিছু গালি, ভাই দেয় এক লাথি!
বান্ধবি বলে এসব কি, বন্ধুরা দেয় কিলঘুষি
চাকুরি হয়না পাওয়া আর, সহকর্মী নেই যে তার।
একটি সত্য বলতে গিয়ে শশুড়বাড়ীতে
পরলো সে জীবনের সেরা বিপদে
শশুড় মশাই খুবই রাগ, শাশুড়ীর মুখ ভার
ভাশুর নন্দ প্রচুর ক্ষ্যাপা
এখন কি করবে এই বোকা?
সত্য যে বড় নির্মম
সত্য করছে তাকে প্রতিনিয়ত আক্রমণ
সত্য বলে সে হয়েছে শেষ
তেল মারতে পারলে হতো সবার কাছে বেশ!
সবার সাথে তার শুধুই মনোমালিন্য
সত্য বলে আজ তার জীবন পুরোই বিপন্ন!!

প্রতিজ্ঞা করে সে নিজের সাথে
সত্যের পথে সে চলেই যাবে
সত্য যতই কঠিন হোক সে সাহস রাখে
সত্য বলে সবার সাথে মিলেমিশে থাকে।
সত্য সে বলবেই, শুধু সত্যই সে বলে
কারো পছন্দ হোক আর না হোক তোয়াক্কা সে না করে।
সত্য বলতে সাহস লাগে বহু কাঁটা অতিক্রম করে
সত্য বলার গর্ব আছে থাকা যায় নির্ভয়ে।
কিন্তু সত্য যে বড় কঠিন তাই লাগেনা তাকে কারো ভালো,
সুন্দর কে অসুন্দর মনে হয় তখন কারো কারো।
সবাই তাকে হেয় করে,
রাগে ক্ষোভে গর্জে উঠে
যে সত্য বলার প্রতিজ্ঞা করেছিল ছোটবেলাতে
তা কেন কাল হলো বড়বেলাতে!
পাঠ্য কি তার মিথ্যে ছিল?
বাবা-মা কেন শেখালো?
ভূল কি সে শিখে ছিল ছেলেবেলা তে?
শত প্রশ্ন মাথায় তার
ব্যাখ্যা পাবে সে কি আর?
ভাবছে শুধু ভাবছে সে
এই উত্তরগুলো তাকে দিবে কে?

লন্ডন, যুক্তরাজ্য

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer