Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

সকলকে সীমিতভাবে সরকারি অর্থ ব্যয়ের আহ্বান প্রধানমন্ত্রীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০২, ৭ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

সকলকে সীমিতভাবে সরকারি অর্থ ব্যয়ের আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি- পিআইডি

চলতি অর্থবছরে ঘোষিত বাজেট বাস্তবায়নের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকলকে সীমিতভাবে সরকারি অর্থব্যয়ের আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এটা সত্য যে আমরা অনেক বড় বাজেট ঘোষণা করেছি… বাজেটের টাকা এখনি আমাদের ব্যয় করে ফেলতে হবে এমন নয়। টাকার যোগানটা আমরা কতটুকু দিতে পারব সেটাও একটা বিষয়। খুবই প্রয়োজনীয় সেটা ছাড়া অন্য ব্যয়গুলো আমরা আপাতত স্থগিত রাখব। যদি সুদিন আসে তখন আমরা করব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সশস্ত্র বাহিনী নির্বাচনী পর্ষদ ২০২০ এর প্রথম পর্বের সভায় বক্তব্যে এসব কথা বলেন।তিন বাহিনীর প্রধান ও অন্যান্য সেনা, নৌ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের নিজ নিজ সদরদপ্তর থেকে সশস্ত্র বাহিনী নির্বাচনী পর্ষদের সভায় সংযুক্ত হন।

জাতীয় বাজেট ২০২০-২১ বাস্তবায়নের বিষয়ে বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, যদিও সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এ বাজেট ঘোষণা করা হলেও বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা অব্যাহত থাকলে বা এ অবস্থার আরও অবনতি ঘটলে বাজেট পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বব্যাপী মন্দা যদি চলতেই থাকে বা খারাপ হয় তাহলে হয়ত আমরা বাজেট পুরোপুরি বাস্তবায়ন করতে পারব না। কিন্তু পারব না বলে আমি পিছিয়ে যেতে রাজি নই। আমাদের আয়োজন থাকবে, প্রস্তুতি থাকবে এবং যতটুকু পারি আমরা করব এটাই আমাদের লক্ষ্য।’শেখ হাসিনা বলেন, ‘মুজিববর্ষে আমাদের লক্ষ্যই ছিল, বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করব। এ লক্ষ্যেই সরকার বাজেট ঘোষণা করেছে।’

 তিনি বলেন, গত অর্থবছরে ৮.২ ভাগ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ছিল সরকারের। এপ্রিল মাস পর্যন্ত আমরা ৭.৮ ভাগ অর্জনও করেছি। তবে, কোভিড-১৯ মহামারির ধাক্কায় সেটা ৫.৮ ভাগে নেমে এসেছে।

তারপরও সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন সেক্টরে যেখানে যতটুকু সহযোগিতা দেয়া যায়, আমরা সেটা করে যাচ্ছি। যার জন্য বাজেটে কিন্তু আমরা টাকা পয়সা কম দেইনি।’

তিনি বলেন, কিন্তু ব্যয় করার সময় সকলকে একটু সীমিতভাবে ব্যয় (ঘোষিত বাজেট থেকে) করতে হবে এ কারণে যে, বাজেটে আমরা বরাদ্দ ধরে রেখেছি কিন্তু এই অর্থনৈতিক অবস্থায় কতটুকু অর্থ আমরা সংগ্রহ করতে পারব আর কতটুকু ব্যয় করতে পারব সেখানে আমাদের এখন থেকে হিসেব করে চলতে হবে। সেই অনুরোধটা আমি সকলকে করব, আমার সশস্ত্র বাহিনী-তিন বাহিনীকেও আমি তা করতে বলব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে মনে করেছে যে দেশের বৈদেশিক রিজার্ভ কমে যাবে। আমাদের রিজার্ভ বেড়েছে। আমাদের এখন ৩৯ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ রয়েছে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer