Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

‘সংসদকে কার্যকর রাখতেই ভূমিকা পালন করবে জাতীয় পার্টি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২১, ১৬ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘সংসদকে কার্যকর রাখতেই ভূমিকা পালন করবে জাতীয় পার্টি’

ঢাকা: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় সংসদকে কার্যকর রাখতেই বিরোধী দলের ভূমিকা পালন করবে জাতীয় পার্টি।

জাতীয় পার্টি ছাড়া আর কোনো দলই কার্যকর ভূমিকা রাখার অবস্থায় নেই। এ কারণেই জাতীয় পার্টি এবার সরকারের মন্ত্রিত্ব গ্রহণ করেনি। বুধবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

কো-চেয়ারম্যান জানান, জাতীয় পার্টি পল্লীবন্ধু এইচ এম এরশাদের নির্দেশনায়ই চলছে। জাতীয় পার্টি এখন শক্তিশালী অবস্থায় ঐক্যবদ্ধ। জাতীয় পার্টি থেকে চারজন সংরক্ষিত আসনে সংসদ সদস্য মনোনীত হবে এবং এ তালিকা পার্টির চেয়ারম্যান চূড়ান্ত করবেন।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফখর-উজ-জামান, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নেতা এমএ রাজ্জাক খান মূখ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer