Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

সংঘর্ষে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহত

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৬, ১৩ আগস্ট ২০২০

প্রিন্ট:

সংঘর্ষে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহত

যশোর : দুই পক্ষের সংঘর্ষে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) অভ্যন্তরে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় নিহতদের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হচ্ছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার তালিবপুর পূর্ব পাড়ার নান্নু প্রামাণিকের ছেলে নাঈম হোসেন (১৭), খুলনার দৌলতপুরের রোজা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮) ও শেরপুর জেলা বগুড়া এলাকার বাসিন্দা রাসেল হোসেন ওরফে সুজন (১৮)। তবে, রাসেল হোসেনের পুরো ঠিকানা এখনও পাওয়া যায়নি।

নিহতদের মধ্যে নাঈম হোসেন ধর্ষণ এবং পারভেজ হত্যা মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রে ছিল। যশোর পুলিশের ডিএসবির পরিদর্শক (ডিআই-১) এম মশিউর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে শিশু উন্নয়ন কেন্দ্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছে।

শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তারা সন্ধ্যায় মরদেহ হাসপাতাল মর্গে নিয়ে এসেছেন। কী কারণে এবং কখন এ হত্যাকা-র ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংঘর্ষে তিনজন নিহত হওয়ার পর যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার মোঃ আশরাফ হোসেন শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেছেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer