Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

শ্রীশ্রীচৈতন্যচরণামৃতম্ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান শুক্রবার

মোহাম্মদ গোলজার আহমদ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩২, ২২ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

শ্রীশ্রীচৈতন্যচরণামৃতম্ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান শুক্রবার

শ্রীশ্রীচৈতন্যচরণামৃতম্ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আগামী (২৩ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৫টায় মহানাম সেবক সংঘ শ্রীহট্ট’র উদ্যোগে সিলেটের শ্রীশ্রীপ্রভু জগদ্বগ্ধুসুন্দর ধামে অনুষ্ঠিত হবে। এতে সভাপত্বি করবেন ভক্তিকুমুদ, গবেষক ও লেখক প্রফেসর নন্দলাল শর্মা। সঞ্চালনায় থাকবেন হৃদয় রায়।

প্রকাশনা অনুষ্ঠানে মঙ্গলাচরণ করবেন শ্রীশ্রীপ্রভু জগদ্বগ্ধুসুন্দর ধাম সিলেট এর শ্রীমৎবন্ধুপদ ব্রহ্মচারী। উদ্বোধনী সংগীত পরিবেশন করবেন শ্রীমৎবন্ধুনিত্যানন্দ ব্রহ্মচারী। স্বাগত বক্তব্য রাখবেন অধ্যক্ষ শ্রীমৎবন্ধুপ্রীতম ব্রহ্মচারী।

আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী অয়ন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য্য, ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রফেসর ড. নারায়ণ সাহা, গবেষক ও লেখক অধ্যাপক বিজিত কুমার দে, ফরিদপুর শ্রীঅঙ্গনের লেখক ও গবেষক শ্রীমৎ ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, ভারত মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎউপাসক বন্ধু ব্রহ্মচারী, সম্পাদক শ্রীমৎবন্ধুগৌরব ব্রহ্মচারী, বাংলাদেশের সভাপতি শ্রীমৎকান্তিবন্ধু ব্রহ্মচারী।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer