Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

শ্রীলংকায় জরুরি অবস্থার মেয়াদ আরও এক মাস বাড়ালো

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৮, ২৩ জুন ২০১৯

প্রিন্ট:

শ্রীলংকায় জরুরি অবস্থার মেয়াদ আরও এক মাস বাড়ালো

ঢাকা : শ্রীলংকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে।লংকান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা শুক্রবার মধ্যরাত থেকে জরুরি অবস্থার মেয়াদ আরও এক মাস বৃদ্ধির আদেশ জারি করেন ।

প্রেসিডেন্ট সিরিসেনা বলেন, জনগণের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং জনগণের জরুরি সেবা নিশ্চিতকরণে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে।

শনিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ইস্টার সানডেতে গির্জা ও হোটেলে বোমা হামলার সঙ্গে জড়িত অধিকাংশ নেটওয়ার্ক ভেঙে দেয়া হয়েছে এবং নতুনকরে আরও হামলার হুমকি কমে গেলেও অবশিষ্ট সন্দেহভাজনদের খোঁজে অভিযান চলমান থাকায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে।

দেশটির নিরাপত্তা বাহিনী জরুরি অবস্থার মেয়াদ বাড়ায় আরও এক মাসের জন্য জরুরি ক্ষমতা ব্যবহার করতে পারবে।এই ক্ষমতা বলে শ্রীলংকার পুলিশ ও সামরিক বাহিনী আদালতের নির্দেশ ছাড়াই সন্দেহভাজন যে কাউকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারছে এবং ওই হামলার পর এ পর্যন্ত শতাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

গত ২১ এপ্রিল কলম্বোসহ তিন শহরের তিনটি গির্জা ও চারটি পাঁচতারা হোটেলে আত্মঘাতী বোমা হামলায় আড়াইশর বেশি মানুষের মৃত্যু হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি দল আইএস ওই হামলার দায় স্বীকার করেছে। আর শ্রীলংকা সরকারের ধারণা, স্থানীয় দুটি জঙ্গি দল কোনো বিদেশি সন্ত্রাসী সংগঠনের সহযোগিতায় ওই হামলা চালিয়েছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer